নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখ ১৪২৬ উদযাপিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’।
রবিবার সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা জয় বাংলার মোড় থেকে বের হয়ে ত্রিশাল এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জয় বাংলা মোড়ে এসে শেষ হয়। সাম্পান, পালকি, পেঁচা, পাখা ইত্যাদিতে সুসজ্জিত ছিল মঙ্গল শোভাযাত্রা।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার মোঃ জালাল উদ্দিন, শফিকুল ইসলাম, উজ্জ্বল কুমার প্রধান, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ।
এছাড়া দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশীয় খেলা, শিক্ষকদের পরিবেশনায় যাত্রাপালা বাঙালী সন্ধ্যায় গাহি সাম্যের গান মঞ্চে মঞ্চায়িত হবে। এছাড়া শিক্ষার্থীদের লিখা কবিতা ও ছোট গল্প নিয়ে শিক্ষক শেখ মেহেদি হাসান ও এ কে এম মাসুদুল মান্নান এর তত্ত্বাবধানে দেয়াল পত্রিকা বৈশাখ বাতায়ন প্রদর্শনী হয়। যেখানে ৪০টির অধিক কবিতা গল্প স্থান পায়।