ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আকাশ (১৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শনিবার (১৩ এপ্রিল) দুপুরে নিজ ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখেতে পায় তার পরিবারের লোকজন।
পরে নান্দাইল মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত করা হয়েছে।