শুক্রবার জুমার নামাজে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ইউনিফরম পরে নামাজ পড়িয়েছেন রাজধানী তেহরানের ইমাম মুভাহাদি কারমানি।
যুক্তরাষ্ট্র বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়ার প্রতিবাদে তিনি ইউনিফরম পরে এ নামাজ পড়ান।
নিজ দেশের সেনাবাহিনীর সমর্থনে তিনি বলেন, ইরানের প্রতিটা নাগরিক বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য।
পরে ইসরাইলকে হুমকি দিয়ে তিনি বলেন, বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ইসরাইলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামিনি নির্দেশ দেন, তবে বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র ইসরাইলকে ধ্বংস করে দেবে।
এ ছাড়া ইরানি সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়াকে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও বোকামি দৃষ্টিভঙ্গি হিসেবে আখ্যায়িত করেন তিনি।
ওই ইমাম বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে, যা এ অঞ্চলে মার্কিন বাহিনীর জন্য হুমকি হিসেবে দেখা দেবে।
গত সোমবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।
তেহরানও পাল্টা প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডকে (সিইএনটিসিওএম) একই অভিধায় অভিযুক্ত করেন। এ ছাড়া মার্কিন সরকারকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবেও আখ্যায়িত করেন।