Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৩ এপ্রিল ২০১৯, ১১:২৭ AM

bdmorning Image Preview


সিরিয়ায় বেশ কয়েকটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত করেছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, সিরিয়ার হামাপ্রদেশের একটি সামরিকঘাঁটিতে শনিবার বিমান হামলা চালায় ইসরায়েল। এ সময় বেশ কয়েকটি রকেট ভূপাতিত করে সিরিয়া বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

সামরিক সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা সানা বলছে, মাসইয়াফ শহরে আমাদের একটি সামরিক অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সানা জানিয়েছে, শত্রু ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা হয়েছে। লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই তাদের কয়েকটি গুলি করে নামানো হয়েছে। যদিও আমাদের কিছু ভবন ক্ষতিগ্রস্ত ও তিন যোদ্ধা আহত হয়েছেন।

সাত বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে বেশ কিছু সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল।

Bootstrap Image Preview