Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিরপুরে ব্যারাক থেকে পুলিশের মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
প্রতীকী


রাজধানীর মিরপুরে পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) ব্যারাক থেকে রাকিবুল হাসান (২২) নামে এক কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে ব্যারাকের নিজ বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, কনস্টেবল রাকিব বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত ডিউটিরত ছিলেন। ডিউটি শেষে ব্যারাকে ফিরে নিজ বিছানায় ঘুমিয়ে পড়েন। আজ সকালেও তার ডিউটি ছিলো। কিন্তু নির্ধারিত সময়ে ডিউটিতে না যাওয়ায় তার খোঁজ করা হয়। এরপর অন্য সহকর্মীরা রাকিবের রুমে গিয়ে তাকে বিছানায় ঘুমন্ত অবস্থায় দেখতে পান।

পুলিশ জানায়, ঘুমন্ত অবস্থায় সাড়াশব্দ না পাওয়ায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) এসআই কুদ্দুস বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিব মারা গেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview