Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যার ঘটনা আমাদের ব্যথিত করেছে: শাহবুদ্দিন আহমেদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM
আপডেট: ১২ এপ্রিল ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


ফেনীর নুসরাত হত্যার ঘটনা আমাদের ব্যথিত করেছে। আমাদের সামাজিকভাবে এ ধরনের ঘটনা প্রতিহত করতে হবে। সমাজের প্রতিটা মানুষ যদি সচেতন হয় তাহলে দেশ আরো এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী মো. শাহবুদ্দিন আহমেদ।

শুক্রবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০ বছরপূর্তি ও পুর্নমিলনী অনুষ্ঠানের প্রথমদিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, আমাদের পলিথিন না ব্যবহারের প্রতি সচেতন হতে হবে। পলিথিন পরিবেশ বিপর্যয়ে অনেক ভূমিকা রাখে। আমাদেরকে পাটের তৈরি ব্যাগের ব্যবহারে উৎসাহিত হতে হবে। পাটের ব্যবহার বৃদ্ধিতে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় ইতিমধ্যে ১০ কোটি টাকা বরাদ্দ করেছে।

অনুষ্ঠানে ফয়জুল্লাহ ওয়াসিফের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এ্যালামনাই এ্যাসোসিয়েশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভাগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এ্যালামনাই এ্যাসোসিয়েশন একসাথে কাজ করলে একটা বিশ্ববিদ্যালয় অনেক দ্রুত এগিয়ে যেতে পারে।

Bootstrap Image Preview