ময়মনসিংহের নন্দাইলে ৮ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে নন্দাইল মডেল থানা পুলিশ।
বুধ ও বৃহস্পতিবার (১০-১১ এপ্রিল) নন্দাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সকল আসামীদের গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের নন্দাইল মডেল থানা পুলিশ বুধ ও বৃহস্পতিবার (১০-১১ এপ্রিল) নন্দাইলের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৮ বছরের সাজা প্রাপ্ত অরন্যপাশা গ্রামের আলমগীর হোসেন। মাদক মামলায় ৪ জন, গ্রেফতারি পরোয়ানায় ৬ জন ও অন্যান্য মামলায় ২ জন সহ ১২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে নন্দাইল মডেল থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সাকের হোসেন সিদ্দিকী জানান, আসামিদের বৃহস্পতিবার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।