Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নুসরাত হত্যায় অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি রাবি শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ১১ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM

bdmorning Image Preview


ফেনীর সোনাগাজীতে অগ্নিদগ্ধ মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফির হত্যাকারীদের মৃত্যুদণ্ড দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা বলেন, আজকে আমরা যে শিক্ষকের বিরুদ্ধে দাঁড়িয়েছি এমন শিক্ষক দেশে ভরি ভরি রয়েছে। এমনকি আমার বিশ্ববিদ্যালয়েও এমন অসংখ্য শিক্ষক খুঁজে পাওয়া যাবে। শিক্ষকদের সমাজে উচ্চ শ্রেণীর মানুষ ভাবা হয়, এ জন্য কি তারা এতোটা ঘৃণিত কাজ করতে পারে?

ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনক বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় ব্যক্তিদের কাছ থেকে আমরা নৈতিক শিক্ষা পেয়ে থাকি। কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রধান যদি এমন ঘৃণ্য কাজ করে তাহলে আমাদের সমাজ আজ কোথায় গেছে?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবীর হাসান হিমেল বলেন, আমরা নুসরাতের মতো আর কোনো মেয়ের এমন পরিণতি দেখতে চাই না। একটি মেয়ে যদি তার শিক্ষকের কাছে নিরাপদ না থাকে তাহলে সে কোথায় যাবে? এ সময় বক্তারা অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ-দৌলার মৃত্যুদণ্ড দাবি জানান।

'নুসরাতরা মরেনি মরেছে সভ্যতা', 'একেকটি ধর্ষণ ও খুন রাষ্ট্রের বিচারহীন সংস্কৃতির ফল', 'মানুষ হয়ে উঠুন কামুক নয় তনু, নার্গিস, নুসরাতদের মরণ নেই মরণ হয়ে মনুষত্বের', 'হে স্বদেশ দুধ-কলা দিয়ে আর কতো ধর্ষক-খুনী পুষবেন'- ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শণ করতে দেখা যায় শিক্ষার্থীদের।

রাবি শিক্ষার্থী মহাব্বত হোসেন মিলনের সভাপতিত্বে এবং মিরান শাহ’র সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, রনজু হাসান, মাজহারুল ইসলাম, ইসরাফিল আলম, মারুফ আহমেদ, নাফিস অলি প্রমুখ।

Bootstrap Image Preview