উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় বৃহস্পতিবার সকালে আকসা রুটর নামক তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৬লাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীদের প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোডাউনের রাখা তুলা পুড়ে ছাই হয়ে যায়।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।