আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশন (আইসিসিআর) ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধকে ধারণ করে।
মঙ্গলবার (৯ এপ্রিল) জাতীয় যাদুঘর মিলনায়তনে ভারতীয় হাই কমিশন আয়োজিত ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশন এর ফাউন্ডেশন ডে ২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও বলেন, অভিন্ন সাংস্কৃতিক মূল্যবোধের কারণে বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে দৃঢ়। ইতোমধ্যেই বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন নির্মিত হয়েছে। শিলাইদহের কুঠিবাড়িতে রবীন্দ্র ভবন নির্মিত হচ্ছে। দিল্লি-কলকাতা বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণও দিন দিন বাড়ছে।
এসময় ভারতীয় হাইকমিশনার বলেছেন, আইসিসিআর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে বিশ্বের ৩৭টি দেশে। এটি মূলত শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে কাজের জন্য সারা বিশ্বে পরিচিত। এর কার্যক্রমের মাধ্যমে আমরা গড়ে তুলতে পারি পারস্পরিক এমন এক সম্পর্ক যার দৃঢ়তা অসাধারণ।