ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তা এলাকায় কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ব্যাপকভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
অভিযানে ছোট বড় ৫ শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে করে ব্যবসায়ীদের প্রায় ৫০ কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
উচ্ছেদ অভিযানে শ্রমিক ইউনিয়নের অফিস, বীর মুক্তিযোদ্ধা উসমান মার্কেট, মসজিদের বারান্দা, আদালতে নিষেধাজ্ঞা আছে এধরনের জায়গা থেকেও বুলড্রেজার দিয়ে স্থাপনা উচ্ছেদ করা হয়।
কিশোরগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নান্দাইল চৌরাস্তায় সড়ক ও জনপথ বিভাগের প্রায় ১'শ কোটি টাকা মূল্যে ২৬ একর জায়গা দখলদার নিকট থেকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরোও জানান, অভিযান অব্যাহত থাকবে এবং কেউ যদি উদ্ধারকৃত জায়গায় নতুন করে দখলের চেষ্ঠা করে সাথে সাথে মামলা করে গ্রেফতার করা হবে।