Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর থেকে কত টাকা বেশি আয় করলেন মেসি?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ০৯ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview


ফুটবল বিশ্বের তারকা খেলোয়াড়দের বার্ষিক মোট আয়ে চোখ বুলিয়েছে গোল ডটকম। বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী ২০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে তারা। তাদের বেতন, বোনাস এবং বিজ্ঞাপন থেকে আয়ের হিসাব দিয়েছে গোল। শীর্ষ ২০ ধনী ফুটবলারের বার্ষিক আয়ের হিসাব এখানে-

১. লিওনেল মেসি

ক্লাব : বার্সেলোনা

মোট আয় : ১৩০ মিলিয়ন ইউরো (১১২ মিলিয়ন পাউন্ড/১৪৫ মিলিয়ন ডলার)

২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্লাব : জুভেন্টাস

মোট আয় : ১১৩ মিলিয়ন ইউরো (৯৭ মিলিয়ন পাউন্ড/১২৬ মিলিয়ন ডলার)

৩. নেইমার

ক্লাব : পিএসজি

মোট আয় : ৯১.৫ মিলিয়ন

ইউরো (৭৯ মিলিয়ন পাউন্ড/১০২ মিলিয়ন ডলার)

৪. আঁতোয়া গ্রিজমান

ক্লাব : অ্যাটলেটিকো মাদ্রিদ

মোট আয় : ৪৪ মিলিয়ন ইউরো (৩৮ মিলিয়ন পাউন্ড/৪৯ মিলিয়ন ডলার)

৫. গ্যারেথ বেল

ক্লাব : রিয়াল মাদ্রিদ

মোট আয় : ৪০.২ মিলিয়ন ইউরো (৩৪.৫ মিলিয়ন পাউন্ড/৪৫

মিলিয়ন ডলার)

৬. আন্দ্রেস ইনিয়েস্তা

ক্লাব : ভিসেল কোবে

মোট আয় : ৩৩ মিলিয়ন ইউরো (২৮.৩ মিলিয়ন পাউন্ড/৩৭

মিলিয়ন ডলার)

৭. আলেক্সিস সানচেজ

ক্লাব : ম্যানচেস্টার ইউনাইটেড

মোট আয় : ৩০.৭ মিলিয়ন ইউরো (২৬.৩ মিলিয়ন পাউন্ড/৩৪.৪ মিলিয়ন ডলার)

৮. ফিলিপ্পে কুতিনহো

ক্লাব : বার্সেলোনা

মোট আয় : ৩০ মিলিয়ন ইউরো (২৫.৭ মিলিয়ন পাউন্ড/৩৩.৬ মিলিয়ন ডলার)

৯. এজেকুইয়েল লাভেজ্জি

ক্লাব : হেবেই চায়না ফরচুন

মোট আয় : ২৮.৩ মিলিয়ন ইউরো (২৪.৩ মিলিয়ন পাউন্ড/৩১.৭ মিলিয়ন ডলার)

১০. লুইস সুয়ারেজ

ক্লাব : বার্সেলোনা

মোট আয় : ২৮ মিলিয়ন ইউরো (২৪ মিলিয়ন পাউন্ড/৩১.৪

মিলিয়ন ডলার)

১১. জেরার্ড পিকে

ক্লাব : বার্সেলোনা

মোট আয় : ২৭ মিলিয়ন ইউরো (২৩.২ মিলিয়ন পাউন্ড/৩০.৩ মিলিয়ন ডলার)

১২. টনি ক্রুস

ক্লাব : রিয়াল মাদ্রিদ

মোট আয় : ২৬.৩ মিলিয়ন ইউরো (২২.৬ মিলিয়ন পাউন্ড/২৯.৫ মিলিয়ন ডলার)

১৩. মেসুত ওজিল

ক্লাব : আর্সেনাল

মোট আয় : ২৫.৮ মিলিয়ন ইউরো (২২.১ মিলিয়ন পাউন্ড/২৮.৯ মিলিয়ন ডলার)

১৪. কিলিয়ান এমবাপ্পে

ক্লাব : পিএসজি

মোট আয় : ২৫ মিলিয়ন ইউরো (২১.৪ মিলিয়ন পাউন্ড/২৮ মিলিয়ন ডলার)

১৫. অস্কার

ক্লাব : সাংহাই এসআইপিজি

মোট আয় : ২৪.৩ মিলিয়ন ইউরো (২০.৮ মিলিয়ন পাউন্ড/২৭.২ মিলিয়ন ডলার)

১৬. সের্গিও আগুয়েরো

ক্লাব : ম্যানচেস্টার সিটি

মোট আয় : ২৪.৩ মিলিয়ন ইউরো (২০.৮ মিলিয়ন পাউন্ড/২৭.২ মিলিয়ন ডলার)

১৭. কেভিন ডি ব্রুইন

ক্লাব : ম্যানচেস্টার সিটি

মোট আয় : ২৩.৫ মিলিয়ন ইউরো (২০.২ মিলিয়ন পাউন্ড/২৬.৩ মিলিয়ন ডলার)

১৮. হাল্ক

ক্লাব : সাংহাই এসআইপিজি

মোট আয় : ২৩.৪ মিলিয়ন ইউরো (২০.১ মিলিয়ন পাউন্ড/২৬.২ মিলিয়ন ডলার)

১৯. পল পগবা

ক্লাব : ম্যানচেস্টার ইউনাইটেড

মোট আয় : ২৩.৩ মিলিয়ন ইউরো (২০ মিলিয়ন পাউন্ড/২৬.১

মিলিয়ন ডলার)

২০. সের্গিও রামোস

ক্লাব : রিয়াল মাদ্রিদ

মোট আয় : ২৩ মিলিয়ন ইউরো (১৯.৭ মিলিয়ন পাউন্ড/২৫.৮ মিলিয়ন ডলার)

Bootstrap Image Preview