ময়মনসিংহের ভালুকা পৌরসভার মিউনিসিপ্যাল গভর্ন্যান্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) এর আওতায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধি দল।
সোমবার (৮ এপ্রিল) সকালে পৌরসভা কার্যালয় মিলনায়তনে পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ুমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রকৌশলী মন্নুর আহাম্মেদের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রকল্প পরিচালক শেখ মোজাক্ষা জাহের, প্রতিনিধি দলের প্রধান কাওবেনা আমানকাওয়া ইয়া, জাহিদ এইচ খান, সোনিয়া নওরিন প্রমুখ।
এ সময় পৌরসভার কমিশনারসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর পর প্রতিনিধি দলটি পৌর সুপারমল ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেন।