Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইসরাইলকে ঠেকাতে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের পাশে থাকবে এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৬:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, পশ্চিম তীর ফিলিস্তিনিদের জন্য, তুরস্ক ফিলিস্তিনিদের পাশে থাকবে।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যের পাল্টা জবাব হিসেবে সোমবার রাশিয়া সফরের আগে এসব কথা বলেন এরদোগান। এর আগে নেতানিয়াহু বলেন, মঙ্গলবার ইসরাইলের নির্বাচনে বিজয়ী হলে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপন করা হবে। খবর ইয়েনি শাফাকের।

মস্কো সফরের আগে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, ইসরাইল আর যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে তুরস্ক কঠোরভাবে ফিলিস্তিনিদের পাশে থাকবে।

এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে তুরস্ক চলমান সহযোগিতা বৃদ্ধি করবে। এ সময় তুরস্ক ভ্রমণে ভিসামুক্ত করা বিষয়সূচিতে অর্ন্তভূক্ত রয়েছে বলে এরদোগান জানান।

তুরস্ক-রাশিয়া বাৎসরিক সাংস্কৃতিক উৎসবে এরদোগান ও পুতিন সোমবার মিলিত হন। ২০১৯ সালের শুরু থেকে এখন পর্যন্ত এরদোগান ও পুতিনের এটি তৃতীয় সাক্ষাৎ।

দুই দেশের মধ্যে অষ্টম উচ্চ পর্যায়ের সহযোগিতা কাউন্সিলের বৈঠকেও অংশ নেবেন এরদোগান। এ বৈঠক ২০১০ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতামূলক ফলাফল উল্লেখ করে এরদোগান বলেন, বৃহৎ শহর ইস্তান্বুলে ১০ লাখ ভোটারের মধ্যে ১৩ হাজার বা ১৪ হাজার ভোটে ব্যবধানে তারা জয়ী হতে পেরেছে।

Bootstrap Image Preview