Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে কৃষকের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪১ PM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০১:৪১ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ওয়াইফাই টাওয়ারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু ও এক কৃষক নিহত হয়েছে। নিহত কৃষক মহির উদ্দিন (৪২) উপজেলার দেউপুর বড়বাজুর পাড়া গ্রামের শুক্কুর মাহমুদের ছেলে। 

রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার দেউপুর বড়বাজুর পাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াইফাই টাওয়ারে নিচে ঘাস খাওয়ার এক পর্যায়ে গরুটি টাওয়ারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে গরুটিকে উদ্ধার করতে মহির উদ্দিন ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় গরুসহ তিনি ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এই বিষয়ে ওয়াইফাই টাওয়ারের মালিক মাহাবুব হোসেন বলেন, গতরাতে ঝড়-বৃষ্টি হওয়ায় বিদ্যুৎতের তার ছিড়ে টাওয়ারের সাথে সংযুক্ত হয়েছিল। বিষয়টি আমার জানা ছিল না।

এই ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview