Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আমার বিশ্বাস সৌদি যুবরাজ সালমান একজন ‘ক্রিমিনাল’: নোবেলজয়ী কারমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ AM
আপডেট: ০৮ এপ্রিল ২০১৯, ০৯:৫৫ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আমার বিশ্বাস সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একজন ‘ক্রিমিনাল’ বলে মন্তব্য করেছেন নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান।

শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছেন, যুদ্ধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে দেশটির প্রায় ৮৫ হাজার শিশু না খেতে পেয়ে মারা গেছে। এ ছাড়া ইয়েমেন যুদ্ধে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

নোবেল শান্তি পুরস্কার জয়ী ইয়েমেনের সক্রিয় মানবাধিকারকর্মী তাওয়াক্কুল কারমান বলেছেন, ইয়েমেনের এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আছে।

তিনি ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আমি তাকে ইয়েমেন যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। কিন্তু তিনি এটা করবেন না। তিনি এর চেয়ে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তি করা নিয়ে বেশি ব্যস্ত।’

ধারণা করা হয়, সৌদি আরবের ডি-ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বেই ইয়েমেনে যুদ্ধ চলছে। আল জাজিরা যখন তাওয়াক্কুল কারমানকে প্রশ্ন করে যে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্দেশে তার কিছু বলার আছে কি না তখন কারমান উত্তর দেন, তিনি বিশ্বাস করে সালমান একজন ‘ক্রিমিনাল’।

তাওয়াক্কুল কারমান আরও বলেন, ‘আমি যুবরাজ সালমানের কাছ থেকে কিছুই জানতে চাই না কারণ সে আমার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মোহামম্মদ বিন সালমান ও আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের বিচার করা উচিত কেননা তারা আমার দেশে যা করছে সেটা যুদ্ধাপরাধ।’

Bootstrap Image Preview