Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘ডাবল মার্ডার’ মামলায় ২ চেয়ারম্যানসহ ৪৫ জনের জেল

জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৮:২০ PM
আপডেট: ১০ এপ্রিল ২০১৯, ১০:১৬ PM

bdmorning Image Preview
প্রতীকী


জয়পুরহাটের কালাইয়ে উপজেলা নির্বাচনের পরবর্তী সহিংসতায় ডাবল মার্ডার মামলায় আওয়ামী লীগের দুই ইউপি চেয়ারম্যানসহ ৪৫ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

রবিবার (৭ এপ্রিল) বেলা ১২টায় জয়পুরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কালাইয়ের রাজনৈতিক কন্দোলে ডাবল মার্ডার মামলায় সেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আসামিরা হলেন, কালাই উপজেলার মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক ও উদয়পুর ইউপি চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদাসহ ৪৫ জন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৬ মার্চ ২০১৯ তারিখে কালাই উপজেলা মোসলেমগঞ্জ বাজারে এই দুই চেয়ারম্যানের সাথে কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলনের গ্রুপের সংঘর্ষে দু'জন নিহত হয়। এ ব্যাপারে কালাই থানায় দুই ইউপি চেয়ারম্যানসহ ৪৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশ জনের নামে হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

Bootstrap Image Preview