Bootstrap Image Preview
ঢাকা, ১০ সোমবার, ফেব্রুয়ারি ২০২৫ | ২৭ মাঘ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রাক্তন স্বামীর বন্ধুর প্রেমে মেজেছেন অ্যাঞ্জেলিনা জোলি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০২ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০৩:০২ PM

bdmorning Image Preview


হলিউডের তারকা অভিনেত্রী আ্যঞ্জেলিনা জোলি নতুন প্রেমে মজেছেন। এবারের প্রেমিক তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের কাছের বন্ধু অভিনেতা কলিন ফ্যারেল। গত দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন তারা।

অ্যাঞ্জেলিনা জোলিকে তার ছয় সন্তানের মধ্যে চারজনসহ ফ্যারেল অভিনীত ডিজনির সিনেমা ‘ডামবো’র প্রিমিয়ারেও দেখা গিয়েছে। এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের।

জানা গেছে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

ওকে ম্যাগাজিনে বলা হয়েছে, জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিট বিষয়টি মেনে নিতে পারছেন না। কারণ ফ্যারেল তার কাছের বন্ধু। বিশেষ করে তার ছয় সন্তান অন্য কাউকে তার স্থানে মেনে নেয়ার বিষয়টি ভালো লাগছে না ব্র্যাড পিটের।

Bootstrap Image Preview