Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইরাক থেকে দ্রুত মার্কিন সেনা তাড়াতে বললেন খামেনি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৩১ PM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ০২:৩১ PM

bdmorning Image Preview


ইরাক থেকে যত দ্রুত সম্ভব মার্কিন সেনা তাড়াতে প্রধানমন্ত্রী আবদুল মাহদিরকে আহ্বান জানিয়েছেন ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার (৬ এপ্রিল) ইরাকের প্রধানমন্ত্রী আবদুল মাহদি তেহরান সফরে গেলে তাকে এই আহ্বান জানানো হয়।

খামেনি বলেন, দ্রুত মার্কিন সেনাদের ইরাক ছাড়া না করতে পারলে,পরবর্তীতে দেশটি থেকে তাদের তাড়ানো মুসকিল হয়ে পড়বে।

জানা যায়, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর হাতে ইরাকের শাসক সাদ্দাম হোসেন আটক হওয়ার পর দেশটির ওপর প্রভাব বিস্তারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের প্রতিযোগিতা শুরু হয়। ইরাকের অনেক প্রভাবশালী শিয়া নেতার সঙ্গে ইরানের সুসম্পর্কও গড়ে ওঠে।

প্রতিবেশী ইরাক-ইরানের মধ্যে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা রক্তক্ষয়ী যুদ্ধে মদদদাতা হিসেবে মনে করা হয় যুক্তরাষ্ট্রকে।

Bootstrap Image Preview