সিরাজগঞ্জের সয়দাবাদে পুলিশের সঙ্গে ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় শরিফ (২২) নামে এক ডাকাতকে আটক করে। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শনিবার (৬ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।
এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে পুলিশ আহত অবস্থায় শরিফ (২২) নামের এক ডাকাতকে আটক করে। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
সদর থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ দাউদ জানান, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সয়দাবাদ এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতি করতো সংঘবদ্ধ ডাকাত দল।
এছাড়া শরিফের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।