Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বিশ্বের সবচেয়ে উঁচু গাছ মালয়েশিয়ায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ এপ্রিল ২০১৯, ১০:০৯ AM
আপডেট: ০৭ এপ্রিল ২০১৯, ১০:০৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের সবচেয়ে উঁচু গাছ খুঁজে পেয়েছেন যুক্তরাজ্য ও মালয়েশিয়ার বিজ্ঞানীরা। গাছটির উচ্চতা ৩২৮ ফুটের বেশি। বিজ্ঞানীদের দাবি গাছটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ।

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি দল বোর্নিও দ্বীপের বৃষ্টি অরণ্যে ‘হলদে মেরানটি’ নামে পরিচিত গাছটি খুঁজে বের করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গাছটি ভালোভাবে শনাক্ত করতে থ্রিডি স্ক্যান ও ড্রোন ব্যবহার করেন। শনিবার খবরটি দিয়েছে বিবিসি অনলাইন।

খবরে জানানো হয়, মালয়েশিয়ার সাবাহ এলাকার সংরক্ষিত ডানাম ভ্যালিতে গাছটি খুঁজে পাওয়া যায়। গাছটির নাম দেয়া হয়েছে মিনারা। ওই এলাকার বাসিন্দা আন্ডিং জামি নিয়মিত গাছে চড়েন। বিশেষ ফিতা দিয়ে তিনি গাছটি মেপেছেন।

জামি বলেন, ‘গাছটি কিছুটা ভয়ংকর। তবে মগডাল থেকে বাইরের দৃশ্য দেখার অভিজ্ঞতা খুব চমৎকার। জানি না ব্যাপারটা কীভাবে বর্ণনা করব। এটা খুবই বিস্ময়কর।’

নটিংহাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডোরিন বোয়েড বলেন, গাছটি আবিষ্কারের মধ্য দিয়ে বোঝা গেল এ ধরনের গাছের অস্তিত্ব রয়েছে। গাছগুলো অনেক উঁচু হয়। এমন আরও উঁচু গাছ নিশ্চয়ই রয়েছে। তবে আমরা সেগুলো খুঁজে বের করতে পারিনি। এ গাছগুলো সংরক্ষণ করা প্রয়োজন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আলেক্সান্ডার শেঙ্কিন বলেন, নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এই আবিষ্কার শোনার পর তারা মিনারা এলাকায় যান। উঁচু গাছ সম্পর্কে অনেক শুনেছেন তারা। কিন্তু এ রকম উঁচু গাছ আর দেখেননি।

Bootstrap Image Preview