ময়মনসিংহের ভালুকা উপজেলায় ফ্যাক্টরির সামনে এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ভোর ৬টার দিকে নাইট ডিউটি শেষে বাড়ী ফেরার পথে ভালুকা উপজেলার জামিরদিয়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এসএমসি ফ্যাক্টরির সামনে আসার পর তানিয়া আক্তারকে (১৮) শাহিন (২২) নামে এক যুবক পথরোধ করে গলায় ছুরি মেরে হত্যা করে। এসময় নিহত নারীর সাথে থাকা শ্রমিকদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে হত্যাকারী ঘাতককে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করে এবং ঘাতক শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার জানান, মিল ছুটির পর বাসায় ফেরার পথে তানিয়াকে পেছন থেকে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। ঘাতককে আটক করা হয়েছে। তানিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।