Bootstrap Image Preview
ঢাকা, ২১ বৃহস্পতিবার, আগষ্ট ২০২৫ | ৬ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নাইজেরিয়ায় ডাকাতদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ৫০

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০১:৫৮ PM
আপডেট: ০৬ এপ্রিল ২০১৯, ০১:৫৮ PM

bdmorning Image Preview


নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ডাকাতদের সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত হয়েছে।ঐ ডাকাতরা গবাদিপশু লুন্ঠন, হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত।

শুক্রবার (৫এপ্রিল) দেশটির সরকারী কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

জামফারা প্রদেশের পার্লামেন্টের স্পিকার সুনউসি রিকিজি জানায়,জামাফারা প্রদেশের কাউরান নামোদার সাকাজিকি গ্রামে এই ঘটনা ঘটেছে।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি যে বেসামরিক মিলিশিয়া বাহিনীর সদস্যরা জঙ্গলে দস্যুদের মোকাবিলা করে।এতে অন্তত ৫০ জন নিহত হয়েছে।

রিকিজি আরো বলেন, নিহতদের মধ্যে মিলিশিয়া বাহিনীর সদস্য স্থানীয় মানুষও রয়েছেন।স্থানীয়রা দস্যুদের মোকাবিলায় মিলিশিয়াদের ডাকে তারা সাড়া দিয়েছিল।

দস্যুরা দীর্ঘদিন ধরেই জামফারার গ্রামীণ বসতিগুলোতে হামলা চালিয়ে আসছে। তারা গ্রামগুলোতে হামলা চালিয়ে গবাদিপশু চুরি করে, বাড়িঘর জ্বালিয়ে দেয়, খাদ্যশস্য লুটে নিয়ে যায় ও মুক্তিপণের জন্য গ্রামবাসীদের অপহরণ করে।

Bootstrap Image Preview