Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিঙ্গাপুরে কাদেরের সঙ্গে সেলফির হিড়িক!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ PM
আপডেট: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৫৪ PM

bdmorning Image Preview


মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিঙ্গাপুরে একটি ভাড়া বাসায় থেকে তার পরবর্তী চিকিৎসা চালিয়ে যাবেন।

শুক্রবার (৫ এপ্রিল) সিঙ্গাপুর সময় বিকাল সোয়া তিনটায় (বাংলাদেশ সময় দুপুর সোয়া একটায়) মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ছাড়েন তিনি। দীর্ঘ এক মাস  চিকিৎসা নেয়ার পর আজ শুক্রবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন।

অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে আওয়ামীলীগের অনেক নেতাকর্মী সিঙ্গাপুর গিয়েছেন। সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের অনেক নেতাও এ মুহূর্তে সেখানে অবস্থান করছেন।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও এসব নেতা হাসপাতালের লবিতে প্রতিদিন ভিড় করতেন। শুক্রবার হাসপাতাল ছাড়ার সময় মধ্যসারির এ নেতারা কাদেরের সঙ্গে সেলফি তোলতে চেষ্টা করেন। সেতুমন্ত্রীকে বহনকারী গাড়িটি ছাড়ার সময়ও অনেকে সেলফি তুলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কয়েকটি ছবি ভাইরাল হলে অনেকেই এ নিয়ে প্রশ্ন তুলেন। ফেসবুকে শেয়ার হওয়া এমন একটি ছবির নিচে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মশিউর রহমান রুবেল মন্তব্য করেন, ‘অতি উৎসাহীদের ভীড়ের চাপে না আবার অসুস্থ হন’। ছদ্মনামে আইডিতে আরেকজন লেখেন, ‘রোগীর সঙ্গে সেলফি... বাহ’।

Bootstrap Image Preview