সাতক্ষীরায় পিয়াজের ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা সাড়ে ১৪'শ বোতল ফেনসিডিলসহ চালক ও ড্রাইভারকে আটক করেছে তালা থানা পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ধলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে ট্রাক ড্রাইভার রেজাউল করিম বাবু ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে ট্রাক হেলপার শফিকুল ইসলাম।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী রাসেল বলেন, ভোমরা থেকে পিয়াজ ভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) বিপুল পরিমান ফেনসিডিল নিয়ে ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটির গতিরোধ করে তল্লাশি করে।
এসময় ট্রাকের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় সাড়ে ১৪'শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।