মাত্র ২৬ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মার্কিন র্যাপার ম্যাক মিলার। অতিরিক্ত মদ্যপানের ফলেই মারা গেছেন এই র্যাপার।
২০১৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে মিলারের স্টুডিও সিটি হাউজ থেকে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর মেডিকেল পরীক্ষা করা হলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
মার্কিন র্যাপার ম্যাক মিলার হিসেবে সকলের কাছে পরিচিত থাকলেও তার আসল নাম ম্যালকম জেমস ম্যাকক্রোমিক। ২০১১ সালে তার প্রথম অ্যালবাম দিয়ে সঙ্গীতে যাত্রা শুরু হয়েছিল।