কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা মাইন উদ্দিন বাবুল, গাউছুল আজম শাহীন, শাহাদাত হোসেন বাবুল, আব্দুর রাজ্জাক লিটন, মমিনুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্নেল, স্বেচ্ছাসেবক দল নেতা নুরুল মোমেন আকন্দ কাওসার ও ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমন প্রমুখ।
সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।