ভালুকায় বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় নির্বাহী অফিসার মাসুদ কামাল সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভালুকা পৌর মেয়র ডা. মেজবাহ উদ্দিন কাইয়ুম, ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, সহকারী কমিশনার ভূমি রোমেন শর্মা, ভালুকা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রউফসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, ক্লাবসমূহ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকগণ।
সভায় পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।