Bootstrap Image Preview
ঢাকা, ১৭ রবিবার, আগষ্ট ২০২৫ | ২ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত 

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


নাটোরের কায়েমকোলা গ্রামের যুবক মাহবুর রহমান (৩৪) মালয়েশিয়াতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ওই দেশের সিরামবাগ চুঙ্গুরাজ্জাক এলাকায় প্রাইভেট কার চাপায় তার মৃত্যু হয়। সে কায়েমকোলা গ্রামের আব্দুল মজিদের ছেলে। 

নিহতের আত্মীয়-স্বজনেরা জানান, মাহবুর ২০১৮ সালের ১২ ডিসেম্বর জীবিকার তাগিদে মালয়েশিয়া পাড়ি দেন। তিনি সেখানে ইনকু ফাইবার পিন কোম্পানীতে কর্মরত ছিলেন। তার স্ত্রী  ও ৭ বছরের এক ছেলে সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাত ১২টায় তার মরদেহ বাংলাদেশে আসবে এবং পরেরদিন শনিবার (৬ মার্চ) পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে। 

জোয়াড়ি ইউপি চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

 

Bootstrap Image Preview