জামালপুরের মেলান্দহ থুরী টনকীপাড়ার মৃত মেরু মন্ডলের ছেলে মো: আলিনুর ওরফে আলীর কাছ থেকে উচ্চ সুদে টাকা নিয়ে বিপাকে পড়েছে এলাকার সাধারণ অসহায় মানুষ। আর এই টাকা তোলার জন্য আলী ঋণগ্রস্থদের চাপ সৃষ্টি করে বিভিন্নভাবে হয়রানী করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, মেলান্দহ উপজেলার থুরী টনকীপাড়ার মৃত মেরু মন্ডলের ছেলে মোঃ আলিনুর ওরফে আলী ১০/১২ বছর পূর্বে অত্যন্ত গরিব ছিলেন। পরের বাড়ির কাজ না পেলে অনেক সময় চেয়েচিন্তে দিন কাটতো তার। এভাবে চলার এক পর্যায়ে শুরু করে দাদন ব্যবসা। আর এই ব্যবসার কারণে আজ তিনি কোটি টাকার মালিক। বাড়ি, জমি, ব্যবসা, প্রতিপত্তি সব আছে তার। এ কারণেই সে এখন এলাকার কাউকে তোয়াক্কা করে না।
তার ভয়ে কেও কোন প্রতিবাদ করার সাহস পর্যন্ত পাচ্ছেনা। তার কাছ থেকে সুদে ঋণ নিয়ে আদ্রা, হাজরাবাড়ী, টংকাবাড়ী, গুজেমানিকাসহ আশপাশের অনেক মানুষ এখন দিশাহারা। তারা সবসময় দাদন ব্যবসায়ী আলীর আতঙ্কে দিনাতিপাত করছে। কারণ টাকা পরিশোধ করার পরও চেকের মামলার ভয় দেখিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় গ্রামবাসী জানায়, আলীর ঘরে তল্লাশি চালালে অনেক মানুষের কাছ থেকে নেয়া ব্যাংক চেক ও ষ্ট্যাম্প পাওয়া যাবে। যা দিয়ে সে অভাবী মানুষদের জিম্মি করে রেখেছে।
এবিষয়ে জানতে চাইলে দাদন ব্যবসায়ী আলী বলেন, আমি কৃষক মানুষ। আমি এধরণের ব্যবসা করি না। আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা ও বানোয়াট।