বহু প্রতিকূলতাকে পিছনে ফেলে ময়মনসিংহ বিভাগের নান্দাইলের পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রমীলা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী প্রতিপক্ষ রংপুর বিভাগকে ১-০ গোলে হারিয়ে নান্দাইল প্রমীলা ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে।
গতবছর তারা ফাইনালে উঠেও ট্রাইব্রেকারে খুলনা বিভাগের ঝিনাইদহের দোহারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপক্ষে রানার্সআপ হয়েছিল। প্রতিদিনই বিভিন্ন কলাকৌশলী, খেলা অনুশীলন করে এই প্রমীলা ফুটবল দল। তারই ফলাফল স্বরূপ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ এর চ্যাম্পিয়নশিপ অর্জন করে।
নান্দাইলের প্রমীলা ফুটবলার'রা জানান, আমরা আমাদের সাধ্যের সবটুকু দিয়ে খেলেছি। উক্ত ফাইনাল ট্রফি নান্দাইলের মানুষকে উপহার দিতে পেরে আমরা অত্যন্ত খুশী।
নান্দাইল আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন জানান, নান্দাইলের প্রমীলা ফুটবল দলের ফাইনাল খেলাটি গ্যালারিতে বসে উপভোগসহ খেলোয়াড়দের উৎসাহীত করেন। তিনি খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান।
খেলা শেষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে নান্দাইলের প্রমীলা ফুটবল খেলোয়াড়রা চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে।