Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বৃহস্পতিবার, মে ২০২৫ | ২৫ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে গুলিবিদ্ধ হয়ে রোহিঙ্গা ডাকাত নিহত

আবছার কবির আকাশ, কক্সবাজার প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ০৪ এপ্রিল ২০১৯, ০৪:৩১ PM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে গুলিবিদ্ধ হয়ে মো. হাসিম ওরফে হাসিম ডাকাত (৪২) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপাড়া শিবিরের এইচ ব্লকে এ ঘটনা ঘটে। নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম এ ঘটনার তথ্য নিশ্চিত করেন।

নিহত হাসিম নয়াপাড়া শরনাথী শিবিরের এইচ ব্লকের ৬৮২ নম্বর শেডের ২ নং রুমের বাসিন্দা পীর মোহাম্মদের ছেলে। সে ডাকাত ছিল বলে জানায় রোহিঙ্গারা।

পুলিশ ও ক্যাম্প সূত্রে জানা যায়, রোহিঙ্গা ডাকাত দলের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে অস্ত্রধারী একদল ডাকাত শিবিরের এইচ ব্লকে এসে হাসিম ডাকাতকে গুলি করে পালিয়ে যায়। এসময় গুলির শব্দ শুনে আশপাশের রোহিঙ্গারা ছুটে এসে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে। পরে শিবিরের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

পুলিশ পরিদর্শক আব্দুস সালাম জানান, ‘শিবিরের এইচ ব্লকে সশস্ত্র ডাকাত দলের গুলিতে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। তবে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ঘটেছে বলে জানা গেছে। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজারে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Bootstrap Image Preview