সৌদি আরবের বড় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখান থেকে ৭০০ জনকে নিরাপদে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। মঙ্গলবার মক্কার ওই হোটেলে আগুন লাগে। এতে কোনও হতাহতের খবর নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মক্কার কাছে একটি হোটেলের ১৩ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সিভিল ডিফেন্সের কর্মীরা।
অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনার আগেই হোটেলের বিভিন্ন কক্ষের বেশকিছু জিনিস পুড়ে যায়। এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। আগুন লাগার পরই দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শুরু করায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সম্পর্কে এক টুইট বার্তায় সৌদি আরবের সিভিল ডিফেন্স জানায়, মক্কার কাছে একটি হোটেলে আগুন লাগার পর আমরা দ্রুতই সেখানে পৌঁছে যাই। এরপর উদ্ধার কাজ শুরু করি। সব মিলিয়ে আমরা ৭০০ জনকে উদ্ধার করেছি। এই আগুনে কেউ হতাহত হয়নি।
প্রসঙ্গত, এর আগেও ২০১৫ সালে মক্কার একটি হোটেলে আগুন লাগে। তখনও ওই হোটেলের নাম উল্লেখ করা হয়নি।