Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্দোলন স্থগিত করো, বৈঠকে বসে সব কথা শুনব: গোলাম রাব্বানী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২৬ AM

bdmorning Image Preview


ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর ডিম নিক্ষেপসহ হামলার প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর গোলাম রাব্বানী বলেছেন, তোমরা আন্দোলন স্থগিত করো। কাল আমরা বৈঠকে বসে সব কথা শুনব। কিন্তু শিক্ষার্থীরা তা মানতে নারাজ।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১২টায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গিয়ে তিনি এসব কথা বলেন।

গোলাম রাব্বানী বলেন, তোমাদের কথা শুনতে এসেছি, তোমরা লিখিত অভিযোগ দাও। অভিযোগ প্রমাণিত হলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ৪৩ হাজার ছাত্রছাত্রীর নির্বাচিত ভিপির ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে। ছাত্রদের গায়ে হাত তোলা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, এর চেয়ে বড় প্রমাণ আর কী চান? তারা বলেন, বিচার না নিয়ে ঘরে ফিরে যাব না।

শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা থেকে আন্দোলনে থাকলেও ভিসি স্যার কেন আসেননি? এ সময় প্রক্টর বলেন, তার প্রতিনিধি হয়ে আমি এসেছি।

Bootstrap Image Preview