Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের বাসের ধাক্কায় রহিম উদ্দিন (৩৮) নামে সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিম উদ্দিন পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার মো. নুরনবীর ছেলে। আহত দুই যাত্রী হলেন- ভাটিখাইন এলাকার রফিকুল আলমের ছেলে মো. শুভ (১৭) ও একই এলাকার মো. মনিরুজ্জামানের ছেলে মো. বাদশা মিয়া (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জানান, পটিয়া বাইপাস এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে রহিম উদ্দিনসহ তিনজন গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রহিম উদ্দিনকে তাকে মৃত ঘোষণা করেন। আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের হাজি ফকিরহাট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ১৩ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

Bootstrap Image Preview