Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পুরো ইসরাইল আসক্ত তুর্কি সিরিয়ালে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চলতি সময়ে তুরস্কের টেলিভিশন ধারাবাহিক ব্যাপক সাড়া পেয়েছে অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলে। দেশটির গণমাধ্যম হারিটসের খবর অন্তত এমনটাই বলছে।

পত্রিকার শিরোনামটি ছিল এমন যে, ‘তুর্কিরা আবার ফিরে এসেছেন, তারা পুরো ইসরাইলকে আসক্ত করে ফেলেছে।’ মূলত তুরস্কের টিভি ধারাবাহিকের জনপ্রিয়তা নিয়েই লিখেছে হারিটস।

এতে বলা হয়েছে, ইসরাইলি দর্শকরা তুরস্কের টিভি সিরিয়াল দেখতে বেপরোয়া হয়ে উঠেছেন। তুর্কি অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তারা সেলফি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার দিচ্ছেন।

তুর্কি টিভি ধারাবাহিকের ফেসবুক ফ্যান পেজে হাজার হাজার ভক্ত অনুসারী রয়েছেন। হারিটজের সাংবাদিক খেন ইলমালেহ মনে করেন, তুরস্কের টিভি ধারাবাহিকতায় একটা বৈশ্বিক ভাষা রয়েছে।

‘যদিও হিব্রু ও তুর্কি দুটি সম্পূর্ণ ভিন্ন ভাষা। কিন্তু দুটো সমাজের মধ্যে সার্বজনীন সাংস্কৃতিক ভাষা একই।’

ওই নারী সাংবাদিক বলেন, টিভি ধারাবাহিকের সঙ্গে তুরস্কের রান্নাও নতুন একটি ধারা তৈরি করতে পেরেছে।

Bootstrap Image Preview