Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২২ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বোনকে স্কুলে রেখে বাড়ি ফেরা হলো না রানার

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৫:০৭ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় হারুন রানা (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বানিনগর চাপারহাট আঞ্চলিক সড়কের মানিক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন রানা কাকিনা ইউনিয়নের কলেজপাড়া এলাকার সাহেব আলীর ছেলে। সে কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বোনকে চাপারহাট স্কুলে রেখে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল হারুন রানা। মানিক বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে কয়েক ঘণ্টা ওই সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী রানার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। বর্তমানে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Bootstrap Image Preview