Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, সেপ্টেম্বার ২০২৫ | ৩ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুপ্র’র নতুন নির্বাহী বোর্ডের সভাপতি আ. আউয়াল ও সম্পাদক মজিবুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৩:০৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৩:০৮ PM

bdmorning Image Preview


সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ২০১৯- ২০২০ সালের নতুন নির্বাহী বোর্ড গঠিত হয়েছে। ৩১ মার্চ ২০১৯, রবিবার সুপ্র সচিবালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা-২০১৮ সভাপতি এস এম হারুন অর রশীদ লালের সভাপতিত্বে জাতীয় পরিষদের সদস্যদের নিয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে আবদুল আউয়াল (এনআরডিএস- নোয়াখালি) ও  সাধারণ সম্পাদক- মজিবুর রহমান (এসডিএস-শরীয়তপুর) নির্বাচিত হয়েছেন।
নির্বাহী বোর্ডের অন্যান্য সদস্যরা হলেন-

১. সহ সভাপতি- আহমেদ স্বপন মাহমুদ (ভয়েস- ময়মনসিংহ)
২. সহ সভাপতি- শরিফা খাতুন (ওয়েলফেয়ার এফোর্টস- ঝিনাইদহ)
৩. যুগ্ম সম্পাদক- ডেইজি আহমেদ (পিকেএসএস-নাটোর)
৪. কোষাধ্যক্ষ- মঞ্জু রাণী প্রামাণিক (স্মরণী- টাঙ্গাইল)
৫. সদস্য- এস. এম. হারুন অর রশীদ লাল (সলিডারিটি- কুড়িগ্রাম)
৬. সদস্য- এম এ কাদের (সেতু- কুষ্টিয়া)
৭. সদস্য- মতিউর রহমান (কাম টু ওয়ার্ক- দিনাজপুর)।

Bootstrap Image Preview