Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভালুকা উপজেলায় বিদ্রোহী প্রার্থীর জয়

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০১:১৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০১:১৫ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আবুল কালাম আজাদ (আনারস)। তার প্রাপ্ত ভোট ৫০ হাজার ৮'শ ১৩।

রবিবার (৩১ মার্চ) চতুর্থ ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হন। 

অপরদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা (নৌকা) পেয়েছেন ৪৯ হাজার ৪'শ ৫৪ ভোট। এছাড়াও জেলা আ'লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন (স্বতন্ত্র) প্রার্থী পেয়েছেন ২৬ হাজার ৬'শ ৬৪ ভোট। মনির হোসেন (আম) প্রতীক নিয়ে পেয়েছেন ১'শ ৮৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম পিন্টু টিউবয়েল প্রতীক নিয়ে ৯৪ হাজার ১'শ ২৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে রাখাল চন্দ্র সরকার (উড়োজাহাজ) প্রতীকে ১২ হাজার ৪৮ ভোট, শরিফুল ইসলাম খান (তালা) প্রতীকে ১০ হাজার ৭'শ ৪৬ ভোট, এবিএম জিয়া উদ্দিন বাশার (চশমা) প্রতীকে ৭ হাজার ৫'শ ৯৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান ড. সেলিনা রশিদ প্রজাপতি প্রতীকে ৫৫ হাজার ৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিন খানম লামিয়া (পদ্ম ফুল) প্রতীকে ৮ হাজার ৭০ ভোট, মেঘলা আক্তার লিলি (ফুটবল) প্রতীকে ৫ হাজার ৪'শ ২৪ ভোট, আছমা আক্তার (সেলাই মেশিন) প্রতীকে ৪ হাজার ৮'শ ৮২ ভোট, রাশিদা খাতুন (হাঁস) প্রতীকে ১৬ হাজার ৩'শ ৯১ ভোট, ফিরোজ আক্তার (কলসী) প্রতীকে ৩৪ হাজার ৪'শ ২১ ভোট পেয়েছেন। 



 

Bootstrap Image Preview