Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পারিবারিক কলহের জেরে চৌহালীতে একজনের আত্মহত্যা

ইদ্দিস আলী, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৪:৪০ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৫:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী


পারিবারিক কলহের জের ধরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উত্তর খাষপুখুরিয়া গ্রামে নান্নু মিয়া (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

শনিবার (৩০ মার্চ) রাতে ৮টার পড়ে যে কোন সময় নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করে। নান্নু মিয়া ওই গ্রামের হারুনার রশিদ হারুনের ছেলে।

জানা যায়, গত ২৯ মার্চ সন্ধায় ঢাকা থেকে বাড়ি ফিরে আসে নান্নু মিয়া। ঢাকায় কোনো কাজ না পেয়ে বাড়ির ঘর ও আসবাবপত্র বিক্রি করার জন্য লোক ডেকে আনে। এ নিয়ে ৩০ মার্চ পিতা-মাতার সাথে ঝগড়া হয় এবং সে তার ঘরের আসবাবপত্র বিক্রয় করে দেয়। এ নিয়েও স্ত্রীর সাথে ঝগড়া করে ৩০ মার্চ রাতে ৮টার পরে কোন এক সময় নিজ ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করে।

এ ব্যাপারে চৌহালী থানার ওসি (তদন্ত) হাসিবুল্লাহ হাসিব জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘঠনাস্থলে যাই। লোকজনের সাথে কথা বলে জানতে পারি- ঘর ও আসবাবপত্র বিক্রয় করা নিয়ে বাবা-মা'র সাথে ঝগড়া করে ৩০ মার্চ রাতে সে আত্মহত্যা করে৷

এ বিষয়ে চৌহালী থানায় একটি ইউডি মামলা (নং অপমৃত্যু-২) দায়ের করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি৷

Bootstrap Image Preview