Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আফগানিস্তানে বন্যায় ১৭ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৬:১০ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৬:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


আফগানিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৭ জনের মৃত্যু হয়েছে। দেশের পশ্চিমাঞ্চলে বন্যার পানিতে বাড়ি-ঘর ভেসে গেছে।

শনিবার সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, বন্যার পানিতে বাড়ি-ঘরের ক্ষতি হওয়ায় অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হাসিবুল্লাহ শির খানি বলেন, বৃহস্পতিবার থেকেই আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এতে জাযান প্রদেশে ১২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে তুর্কমেনিস্তান সীমান্তের বাদঘিস প্রদেশে দু'জনের মৃত্যু হয়েছে।

তিনি জানিয়েছেন, বন্যায় হেরাত প্রদেশে বন্যায় দু'জন এবং সার-ই পুল প্রদেশে আরও একজন মারা গেছে। বন্যায় পাঁচ শতাধিক বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বন্যার কারণে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমাঞ্চলের মানুষ গত বছর খরার কারণে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। অপরদিকে মার্চের শুরু থেকে বন্যার কারণে পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে দেশের ফসলী জমি।

Bootstrap Image Preview