Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদক মামলায় সৌদি রাজপুত্রের ১০ বছরের কারাদণ্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১২:২৬ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১২:২৬ PM

bdmorning Image Preview


মাদক পাচার মামলায় সৌদি আরবের এক রাজপুত্রকে কারাদণ্ড দিয়েছে লেবাননের অপরাধ আদালত।আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজ নামের ওই রাজপুত্র ও তার সহযোগীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আবদুল মুহসিন বিন ওয়ালিদের ব্যক্তিগত বিমান থেকে ২০১৫ সালে মাদক উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছে দেশটির অপরাধ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে।

বৈরুত থেকে সৌদি আরবগামী রাজপুত্রের মালিকানাধীন বিমান থেকে ২০১৫ সালের ২৬ অক্টোবর দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়।

এ মামলায় বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থি নামে সৌদি আরবের অপর তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২ লাখ লেবাননি পাউন্ড অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview