পূর্ব শত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
বৃহস্পতিবার(২৮ মার্চ) পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
জানা গেছে, উপজেলার কান্দারগাঁও গ্রাম এলাকা থেকে ৪টি সিএনজিযোগে সকাল ১০টার দিকে ২০-২৫ জনের একটি দল ভবনাথপুর গ্রামের ওপর দিয়ে বৈদ্যেরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় যাচ্ছিল। পথে ভবনাথপুর গ্রামের মোল্লা এন্টারপ্রাইজ নামের একটি বালুর ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সিএনজিগুলো জ্যামে পড়ে। এ সময় মোশারফ মেম্বারের চাচাতো ভাই ফয়সাল জাকিরের লোকজনকে দেখে তাদের দলের অন্যান্য লোকজনকে খবর দেয়।
এ সময় মোশারফের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জাকিরের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় জাকারিয়া, তারা মিয়া, লিটন, মোতালেব, নোমান আহত হয়। এ সময় মোশারফের লোকজনের কাছ থেকে দা, ও বটি কেড়ে নিয়ে জাকিরের লোকজন ফয়সাল, শান্ত, কবির, আবু সাঈদ, আবু নাঈমকে কুপিয়ে আহত করে।
পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন বলেন, নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে মোশারফ মেম্বারের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে ৬ জনকে আহত করেছে।
পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোশারফ হোসেন বলেন,জাকির বাহিনী পূর্বপরিকল্পিতভাবে আমার চাচাতো ভাই ফয়সাল ও শান্তকেসহ ৫ জনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনায় সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।