ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ফায়ার সার্ভিস ভবনের ভেতরে প্রত্যেক ফ্লোর সার্চ করবে। এটা সার্চ করতে সারা রাত লেগে যাবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এটা করা হচ্ছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বনানীতে ছুটে যান। এ সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এ ঘটনা মনিটরিং করছেন। আমরা খেয়াল রাখছি যাতে ভবনের ভেতর থেকে কোনো মালামাল চুরি না হয়। সে দিকে আমরা নজর দিচ্ছি। এ এলাকার সব দায়িত্ব আমরা নিচ্ছি।
ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এর মধ্যে এক জন বিদেশি, তিনি শ্রীলঙ্কার নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক।
বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে টাওয়ারের ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিন জন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দু'জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১১ জন মারা গেছে। পরে মৃতর সংখ্যা আরও বৃদ্ধি পায়।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছিলেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
দিলীপ কুমার ঘোষ জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বর্তমানে উদ্ধারকাজ চলছে। ভবনে কেউ জীবিত অথবা মৃত অবস্থায় আটকা পড়ে আছে কি না- তা অনুসন্ধানে উদ্ধার টিম কাজ করছে।
নিহত ৭ ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, পারভেজ সাজ্জাদ (৪৭), আমেনা ইয়াসমিন (৪০), মামুন (৩৬), শ্রীলঙ্কার নাগরিক নিরস চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক (৩২), মাকসুদুর (৬৬) ও মনির (৫০)।
অগ্নিকাণ্ডের ঘটনায় স্থাপিত বনানী থানার কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে, আমেনা মারা গেছেন অ্যাপোলো হাসপাতালে। পারভেজ সাজ্জাদ বনানী ক্লিনিকে, নিরস চন্দ্র কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং মামুন, মাকসুদুর ও মনির ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আবদুল্লাহ আল ফারুক।