Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

২৪ ক্যারেট সোনা দিয়ে মোবাইলের কাভার বানালেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০৬:৩০ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০৬:৩০ PM

bdmorning Image Preview


নিজেকে নিয়ে  খুব একটা প্রচার করেন না আর্জেন্টাই তারকা লিওনেল মেসি । তাই বলে তাঁর সব খব যে চাপা থাকে তা কিন্তু নয়। মেসি নাকি নিজের মোবাইলের কাভার ২৪ ক্যারেট সোনা দিয়ে বানিয়েছেন। স্প্যানিশ এক সংবাদ মাধ্যম এমনটাই জানিয়েছে।

আইফোন-এর লেটেস্ট মডেল এমএস ম্যাক্স মডেলটি রয়েছে মেসির কাছে। বাজার চলতি দামি হ্যান্ডসেটগুলির মধ্যে এই মডেলটি এখন একটি। মেসি তাই এমন দামি হ্যান্ডসেটের জন্য দামি কভার খুঁজছিলেন। 

সে জন্য ২৪ ক্যারেট সোনা দিয়ে কভার বানালেন। এমনই অবাক করা কাণ্ড ঘটিয়েছেন বার্সেলোনার তারকা। ইতিমধ্যে স্প্যানিশ মিডিয়া মেসির সেই মোবাইল কভারের ছবিটি প্রকাশ করেছে। আই ডিজাইন গোল্ড তৈরি করে দিয়েছে মেসির মোবাইলের এমন কভার। 

সেই মোবাইল কভারটির আবার কিছু বিশেষত্ব রয়েছে। যেমন তাতে খোদাই করে স্ত্রী ও সন্তানদের নাম লিখে রেখেছেন মেসি। এছাড়াও নিজের জার্সি নাম্বার ও নাম লিখিয়েছেন এলএমটেন। সেই কভারের একেবারে উপরের দিকে খোদাই করা রয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এবং বার্সেলোনার লোগো।

Bootstrap Image Preview