Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

১৯ এপ্রিল অর্জুন-মালাইকার বিয়ে!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ০২:৩২ PM
আপডেট: ২৮ মার্চ ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


দীর্ঘদিন ধরেই বলিউড তারকা অর্জুন কাপুরের সঙ্গে মালাইকা অরোরার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বলিপাড়ার বাতাস যখন তাদের প্রেমে ভারী হয়ে উঠেছে তখন সামনে এলো এই জুটির বিয়ের তারিখ। আগামী ১৯ এপ্রিল সাত পাঁকে বাঁধা পড়বেন তারা।

জানা যায়, এই বিয়েতে দুই পরিবার রাজি। দীর্ঘ আলাপ আলোচনার পর মালাইকা ও অর্জুন রাজি হয়েছেন। শুধু তাই নয়, ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে বিয়েতে নিমন্ত্রিতদের তালিকা। শোনা যাচ্ছে, করিনা কাপুর খান, কারিশমা কাপুরই নাকি মালাইকার বিয়ের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নিয়েছেন।

মালাইকা-অর্জুন দুজনেই বিয়ের আনুষ্ঠানিকতা গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পালনের নির্দেশ দিয়েছেন। এটাই চলতি বছরের বলিউডের প্রথম বিয়ে হতে যাচ্ছে। যদিও এ বছর আরও বেশ কয়েকজন তারকার বিয়ের সম্ভাবনা রয়েছে।

Bootstrap Image Preview