ভারতে প্রতি বছর হাজার হাজার ছেলে-মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বের হচ্ছে, এদের প্রায় ৮০ শতাংশের চাকরি করার যোগ্যতা নাই বলে জানিয়েছে ‘বার্ষিক কর্মসংস্থান সমীক্ষা’ রিপোর্টে।
সমীক্ষাকারী বিশেষজ্ঞদের তথ্য মতে, এ থেকে বেরিয়ে আসতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি স্কুলস্তর থেকে ছাত্রদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিতে হবে।
সমীক্ষায় আরও দেখা গেছে, এরা ইঞ্জিনিয়ারিং পাশ করলেও কমিউনিকেশন, উপস্থাপনা ও দক্ষতায় দুর্বলতা থেকে যাচ্ছে।
এর ফলে, শিল্পের সঙ্গে খাপ খাওয়ানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। বিগত নয় বছর ধরে বার্ষিক কর্মসংস্থানের এই সমীক্ষা করানো হচ্ছে।