Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, সেপ্টেম্বার ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

স্বাধীনতার লক্ষ্য থেকে ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে: মান্না

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০৭:৫১ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০৭:৫১ PM

bdmorning Image Preview


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্য থেকে ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে। এমন দেশ আমরা চাইনি। আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র।

মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো  বলেন, আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে। কথা বলার অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে।

মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই আজকের বাংলাদেশ- এমন মন্তব্য করে তিনি ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন রাখেন- রাতে ভোট দেয়া কি মুক্তিযুদ্ধের চেতনা?

তিনি আরো বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।

Bootstrap Image Preview