Bootstrap Image Preview
ঢাকা, ১৭ বুধবার, সেপ্টেম্বার ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দিনেই রাতের আঁধার, সঙ্গে ঝড়ো বাতাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মার্চ ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ২৬ মার্চ ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সঙ্গে হঠাৎ যেন রাতের অন্ধকার নেমে এসেছে। পাশাপাশি শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। এ কারণে এলোমেলো হয়ে পড়েছে জেলার পরিবেশ।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত দেখা দেয় এ অবস্থা। 

হঠাৎ সকাল ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা রাতের অন্ধকারে ছেয়ে যায় এলাকা। তবে ঝড়ো হাওয়ায় জেলায় তেমন কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায় নি।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ অন্ধকারে ছেয়ে যায় এলাকা। সঙ্গে কিছুক্ষণের মধ্যে শুরু হয় ঝড়ো হাওয়া ও বৃষ্টি।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সকাল ৯টা পর্যন্ত ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ মিলিমিটার। পরে  দুপুর ১২টায় ফের বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ মিলিমিটার।

কালবৈশাখী ঝড়ের লক্ষণের কারণে ঝড়ো হাওয়ার পরিমাণ বেশি ছিল বলে জানান এই কর্মকর্তা।

Bootstrap Image Preview