Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মুক্তিযোদ্ধা সেলিম হত্যাকারীদের গ্রেফতার দাবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯, ০২:৫১ PM
আপডেট: ২৫ মার্চ ২০১৯, ০২:৫১ PM

bdmorning Image Preview


ঈশ্বরদীর রূপপুরের মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যার ৪৭ দিনেও প্রকৃত আসামি গ্রেফতার না হওয়ায় মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। 

আজ সোমবার সকালে দ্রুত আসামি গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টুর সঞ্চালনায় এসময বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা পাবনা জেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কমিটির সহ-সভাপতি নব নির্বাচিত উপজেলা চেযারম্যান মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক,  নব নির্বাচতি মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী, পাকশীর কমান্ডার হবিবুল ইসলাম হব্বুল, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সিপিবি,র আব্দুর রাজ্জাক, পাকশীর আঃ লীগ নেতা রেজাউল করিম রাজা, দাশুড়িয়া ইউপি সদস্য ফিরোজ হোসেন বাকি, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, জহুরুল হক মালিথা, সাইফুজ্জামান পিন্টু,  যুবলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ। গোলাম মোস্তফা চান্না মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় মুক্তিযোদ্ধার কন্যা লোপা আবেগজড়িত কণ্ঠে পিতা হত্যার প্রকৃত দোষীর শাস্তি চেয়ে সকলকে কৃতজ্ঞতা ও সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় ঈশ্বরদীর বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview